• December 12, 2024

চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই:  চন্দ্রঘোনা কলাবাগান যুব সমাজ এর আয়োজনে শুক্রবার বিকেলে কেপিএম সোনালী ব্যাংক মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় প্রবীনরা ৩-০ গোলে নবীনদের পরাজিত করেন। উক্ত ফুটবল ম্যাচে উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু, কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন আকাশ, ইখতিয়ার উদ্দিন রিদয়, শহীদুল ইসলাম, ইসমাইল হোসেন মিলন প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে প্রাইজমানি প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post