ছাত্রদল নেতা সাম্যের হত্যার প্রতিবাদে দীঘিনালায় প্রতিবাদ সমাবেশ

মো: আল আমিন, দীঘিনালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদ সমাবেশ করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
রবিবার (১৮ মে) সকাল ১১টায় কলেজ সংলগ্ন হলুদ চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তারা সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, তদন্তে গাফিলতির অবসান, সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তাঁরা সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি মো. শফিকুল ইসলাম সফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিসুল আলম অনিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. ওসমান গনি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতি হচ্ছে এবং বিচার বিলম্বিত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
#
০১৮২৫১৫২৮৩৩
০১৬৩৩৩২৬৩৬১