ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতিচারণে রাঙ্গুনিয়ায় স্মরণ সভা
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের আত্মত্যাগের স্মৃতিচারণে স্মরণসভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব খাঁন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, ছাত্র প্রতিনিধি মো. মিনহাজ, মো. আরমান প্রমুখ।
সভায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা ও পরে অর্থনৈতিক শুমারি-২০২৪ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।