জেলায় বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও নির্বাচিত; মমতা আফরিন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯ (নয়) উপজেলার জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
জানাগেছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে জেলা আয়োজক কমিটি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন কে বিজ্ঞান মেলার শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও নির্বাচন করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এ শ্লোগানে জেলা অফিসার্স ক্লাব হলরুমে শুক্রবার ১৬ মে আনুষ্ঠানিকতার মধ্যেদিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান অতিথি থেকে পুরস্কার তুলেদেন।
এসময় বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।