জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলামের পিতার মৃত্যুতে বিএনপি’র শোক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো: তাজুল ইসলামের পিতা মো: আব্দুল বারেক মাষ্টার এর (১১৮) গতকাল বিকাল ৩.৩০টায় র্বাধক্য জনিত কারণে

খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে গুইমারা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাথর বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো: তাজুল ইসলামের পিতা মো: আব্দুল বারেক মাষ্টার এর (১১৮) গতকাল বিকাল ৩.৩০টায় র্বাধক্য জনিত কারণে তবলছড়ি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সকাল ৯ঘটিকায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেসবার্তায় মরহুম আব্দুল বারেক মাষ্টারের (১১৮) মৃত্যুতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুম আব্দুল বারেক মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।