জেলা বিএনপির সাথে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে দীঘিনালা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নবনির্বাচিত কমিটির সভাপতি ও দীঘিনালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে সমিতির সদস্য মোঃ শরীফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ আনোয়ার, মিঠু চৌধুরী, প্রসিত চাকমা, মোঃ ফারুক এই সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ন সম্পাদক মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, তালেব মেম্বার, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সফি, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম প্রমুখ।