দীঘিনালায় আইন-শৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠন ও মতবিনিময় সভা

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনলায় থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দীঘিনালা থানার হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম। এছাড়া বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি মো: শফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আইন শৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহসভাপতি শান্তি প্রিয় চাকমা প্রমুখ।
আইন শৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তায় আহ্বায়ক কমিটি করা হয়েছে এতে খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা ও দীঘিনালা থানা বিএনপির প্রধান উপদেষ্টা মাসুদ রানা কে আহবায়ক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শান্তি প্রিয় চাকমা কে সদস্য সচিব করে ৬৮ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র সহসভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক কাজী রানা, প্রচার সম্পাদক মো: সামসু রানাসহ উপজেলা গন্যমান্য ব্যাক্তিবর্গ।