• February 9, 2025

দীঘিনালায় ছেলের হাতে বাবা খুন, থানায় মামলা

 দীঘিনালায় ছেলের হাতে বাবা খুন, থানায় মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি:  দীঘিনালায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জামতলী বাঙালিপাড়ার বাসিন্দা মো. মিন্টু মিয়া (৫০) কে তার বড় ছেলে মো. জসিম উদ্দিন জনি (২৪) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন নিয়মিত নেশা করতো। শুক্রবার জুম্মার নামাজের পর সে নেশা করে বাড়িতে আসে। এ সময় পিতার সাথে তার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জসিম তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। দায়ের কোপে এক পর্যায়ে মিন্টু মিয়া আহত হয়ে মাটিতে পরে গেলে জসিম তখন পালিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন আহত মিন্টু মিয়াকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান জানান, বর্তমানে লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে৷

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post