• June 16, 2025

দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

 দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মো: আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে দিনব্যাপী এক প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “Enhancing Marginalised People’s Opportunities With Equity, Rights, Mentorship, and Engagement for Nation-building and Transformation (EMPOWERMENT Project)” শীর্ষক এ প্রকল্পের উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরতেই এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান এবং সঞ্চালনা করেন সংস্থার জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত কুমার সাহা।

প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নারীদের প্রতি সকল ধরনের বৈষম্য, যৌন হয়রানি, পাচার, সহিংসতা, বাল্যবিবাহ এবং ক্ষতিকর প্রথার অবসান সাধন করা। পাশাপাশি নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে একটি ন্যায়সঙ্গত, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মাইন উদ্দিন, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং কর্মকর্তা স্মৃতি রঞ্জন ধামাই, সহকারী প্রকল্প কর্মকর্তা, হিলারী ত্রিপুরা ও পল ত্রিপুরা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, হেডম্যান ও কার্বারিগণ।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে খাগড়াছড়িভিত্তিক তৃণমূল উন্নয়ন সংস্থা। কারিগরি সহায়তা দিচ্ছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান জিএফএ কনসাল্টিং গ্রুপ জিএমবিএইচ এবং অর্থায়ন করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর নাগরিকতা: সিভিক এনগেইজমেন্ট ফান্ড।

প্রকল্পের কার্যক্রম খাগড়াছড়ি জেলার তিনটি উপজেলা—খাগড়াছড়ি সদর, মহালছড়ি এবং দীঘিনালার ১৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post