দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান ও পাঠাগারের ঢেউটিন বিতরণ

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ ৭৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তায় প্রদান করা হয়েছে।
১৪অক্টোবর সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি রিজিয়ন এর পক্ষ থেকে সেনাবাহিনীর দীঘিনালা জোন সদরের সার্বিক ব্যবস্থাপনায় সাম্প্রতিক বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মেহেদী হাসান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান, অনা: লে: মো: আব্দুল মান্নান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, ইউপি সদস্য স্মৃতি কাঞ্চন চাকমা প্রমূখ। এসময় উপজেলায় সাম্প্রতিক বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ ৭৫পরিবারকে নগদ ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে, উপজেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের যাদের ঘর-বাড়ি বিনষ্ট হয়েছে এমন ১৯ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরন করা হয়। বন্যা পরবর্তীতে পূর্ণবাসনের জন্য চট্টগ্রামের “অগ্নিবীণা পাঠাগার” ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার “পিঠাছড়া পাঠাগার” এর যৌথ আয়োজনে প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর সালাম, সংগঠনের তোফাজ্জল হোসেন অভি প্রমুখ।