• June 16, 2025

দীঘিনালায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

 দীঘিনালায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মো: আল আমিন, দীঘিনালা:  “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২৫ মে রবিবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুল আলম। ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলার প্রথম দিনেই উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) মনজুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সত্যেন্দ্রিয় চাকমা, সাধারণ সম্পাদক যুব লক্ষণ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: আল আমিন, হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবার স্বচ্ছতা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, নিয়মিত ভূমি কর পরিশোধ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ভূমি মেলায় আলোচনা সভার পাশাপাশি সেমিনার, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়। এই মেলা ২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এবং এতে জনগণ সরাসরি ভূমি বিষয়ক বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post