Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালালায় গাঁজাসহ আটক ১

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ২কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আককৃত মফিজুল ইসলাম (৩৫) শেরপুর জেলার নালিতা বাড়ির কালাকুমা এল

লক্ষ্মীছড়িতে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
মানিকছড়িতে দূর্গাপুজায় সম্প্রীতির বন্ধনে একাকার, গুইমারা রিজিয়ন কমান্ডার আসেন পরিদর্শনে
রামগড়ে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার দাফন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ২কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আককৃত মফিজুল ইসলাম (৩৫) শেরপুর জেলার নালিতা বাড়ির কালাকুমা এলাকার নরশর আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার ব্যাবহৃত ব্যাগে তল্লাশি চালিয়ে  ১কেজি ৯৪৬গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মফিজুল এ এলাকায় বিক্রির জন্য গাঁজা এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।