Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা

মোঃ আল আমিন, দীঘিনালা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের দীঘিনালা উপজেলায় ভোটারদের মন জয় করতে ইতিমধ্যে একা

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ
মানিকছড়িতে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
রামগড়ে মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ আল আমিন, দীঘিনালা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের দীঘিনালা উপজেলায় ভোটারদের মন জয় করতে ইতিমধ্যে একাধিকবার উঠান বৈঠক শেষ করেছেন উপজেলা বিএনপি।

মঙ্গলবার উপজেলার জামতলী বাঙ্গালী পাড়ায় উপজেলার বিএনপির সভাপতি এর বাসায় সামনে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনীয় সকল ধরনের প্রস্তুতি সর্ম্পূণ করছে। সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা, সাধারন সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম (সফি), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার (মোনাফ), যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোতালেব, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহরাব, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম মঞ্জু সহ মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহবার জানান, ইতিমধ্যে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সর্ম্পূণ করেছি। ভোটারা যদি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।
এই উপজেলায় মোট ভোটার ৭৫ হাজার ৫৪০ জন।