দীঘিনালা কলেজ ছাত্রদলের ০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

মো: আল আমিন, দীঘিনালা :
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ মে) খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি মো. মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. ইমন ইসলাম দ্বায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. হুমায়ুন সরকার এবং সহ-সভাপতি মো. সীমা আক্তার, সিনিয়র যুগ্ম- সম্পাদক পদে মো. আবির, যুগ্ম সম্পাদক মো. রবিউল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল আরিফ এবং সহ- সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াসিন আরাফাত ও মোছা. ময়না আক্তার।
একই সাথে বিজ্ঞপ্তিতে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।