• February 18, 2025

কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট

মানিকছড়ি প্রতিনিধি: দূর্গম পাহাড়ি পথ পেড়িয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

২০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সদস্যরা।

খাগড়াছড়ি ব্র্যাঞ্চের উপ-যুব প্রধান থোয়াইপ্রু মারমা জানান, ১৮ নভেম্বর মানিকছড়ি ইউনিটের অর্ধশত পরিবারের মাঝে ফুট পেকেজ বিতরণ করে। আর যাঁরা নির্ধারিত স্থানে আসতে পারেননি তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী গুলোকে বাড়িতে গিয়ে পৌছে দেয়া হয়।

অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন যুব উপদেষ্টা চিংওয়ামং মারমা মিন্টু,উপ-যুব প্রধান থোয়াইপ্রু মারমা,প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান ক্রাজাই মারমা প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post