দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

পানছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ, বাজার বয়কট
লক্ষীছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে ১০ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এসব কর্মসূচি আহ্বান করা হয়। তবে বিক্ষোভ-সমাবেশ পুলিশি বাধার মুখে পড়ে।

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মূল সড়কে ওঠার আগেই পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। পরে সেখানে সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদারের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি জহির আহমদ, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইবাহিম খলিল।

সমাবেশে বক্তারা দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।