না ফেরার দেশে আমির হোসেন: জানাযা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
ষ্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলার কৃর্তি সন্তান, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী মাষ্টার আমির হোসেন(৪০) ফেনী থেকে গুইমারা ফেরার পথে আঁধার মানিক নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
বুধবার বিকাল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী আমির হোসেন ফেনী থেকে গুইমারা আসার পথে ফেনী-রামগড় সড়কের ভুজপুর থানাধীন আধাঁরমানিক রাস্তারমাথা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর মুমুর্ষ অবস্থায় তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মাষ্টার আমির হোসেনের আকষ্মিক মৃত্যুর সংবাদে গুইমারা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। আমির হোসেনের মৃত্যুর সংবাদে হতবিম্বল হয়ে উঠে গুইমারা তথা খাগড়াছড়ি জেলার জনগণ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রিয়পাত্র আমিরের মৃত্যুর খবর নিশ্চিত করতে সকলে রাস্তায় নেমে আছে। পরে রামগড় থেকে আমির হোসেনের মরদেহ গুইমারা আনার সংবাদ পেয়ে গুইমারা বাজারের রাস্তার দুইপাশে হাজারো মানুষের উপস্থিতি ঘটে। এসময় অনেকে শোকে কান্নায় ভেঙ্গে পড়েন। আমিরের নামাযে জানাযায় অংশগ্রহণ ও তাকে শেষ দেখা দেখার জন্য অনেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ও বিদেশ থেকে চলে আসেন।
বৃহস্পতিবার (২ মে) বেলা ২টায় গুইমারা সরকারী মডেল হাইস্কুল মাঠে তার নামাযে জানায অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের উপস্থিতি ঘটে। জানাযা পূর্ব উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ নিহতের স্বজনেরা। এসময় কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। পরে গুইমারা কেন্দ্রীয় জামে কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় মরহুম আমির হোসেনকে।
এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলদিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা প্রেসক্লাব গুইমারা এর সভাপতি এম.সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম আমির হোসেন গুইমারা ডাক্তারটিলা এলাকার সিরাজুল ইসলামের কনিষ্ঠপুত্র। কর্মজীবনে তিনি গুইমারা বড়থলীপাড়া সরকারি প্রাখমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি একজন ক্রীড়া সংগঠক, সমাজ কর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের আজীবন সদস্য, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।