পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবং পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লক্ষীছড়ি জোন এর সার্বিক ব্যবস্থাপনায় ৫ জুন বৃহস্পতিবার উপজেলার প্রায় অর্ধ শতাধিক অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, চিনি এবং ১টি করে মুরগী বিতরণ করা হয়েছে।
লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: তাজুল ইসলাম, পিএসসি, জি এসকল অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে উপরোক্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় জোন কমান্ডার লক্ষীছড়ি জোন মানবিক সহায়তা গ্রহণকারী পরিবারবর্গের সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।
লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করবে এবং পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর সাথে সেনাবাহিনীর সম্পর্কে আরও সুদৃঢ় করবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও জোন কমান্ডার বলেন, লক্ষীছড়ি জোন সর্বদা লক্ষীছড়ি উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি জোন সবসময় পাশে থাকবে।
লক্ষীছড়িবাসী এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন।