পর্যটক অপহরণের ঘটনায় দীঘিনালা থানায় মামলা, পুলিশের তদন্তে ছাত্রলীগের নাম

 পর্যটক অপহরণের ঘটনায় দীঘিনালা থানায় মামলা, পুলিশের তদন্তে ছাত্রলীগের নাম

দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালায় ৩পর্যটক অপহরণ চেষ্টার ঘটনায় রাঙামাটি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের নাম এসেছে। একটি ব্যাংক একাউন্টের সূত্র ধরে তার নাম উঠে এসেছে বলে সূত্র জানায়।

মঙ্গলবার এই ঘটনায় দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এসএম নাহিদুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৮ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে কিছু অচেনা ব্যক্তি পর্যটকদের ব্যক্তিগত গাড়ি গতিরোধ করে। পরে রাস্তা থেকে একটু ভেতরে করাত কলের পাশে নিয়ে মোবাইল, জাতীয় পরিচয়পত্র নিয়ে ফেলে। এ সময় তাদের পকেটে থাকা ১০ হাজার টাকা অপহরণকারীরা নিয়ে নেয়। একইসাথে মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। মুক্তিপণ হিসেবে দাবি করে ৫০ লাখ টাকা। এতো টাকা দিতে অসম্মতি জানালে অন্তত ২০ লাখ টাকা দিতে হবে বলে একটি ব্যাংক একাউন্ট দেয়। অপহরণকারীদের দেয়া ব্যাংক একাউন্টটি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) চন্দনাইশ শাখা। ব্যাংকের একাউন্টটি সাবেক ছাত্রলীগ আহমেদ ইমতিয়াজ রিয়াদের নামে। বিষয়টি জানার পরে পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ির পুলিশ সুপারকে অবগত করে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা দুপুর দেড়টার দিকে অপহৃতদের ছেড়ে দেয়।

গতকাল খাগড়াছড়ি পুলিশের সুপারের কক্ষে ভুক্তভোগীরা মোবাইলে ইমতিয়াজ রিয়াদের ছবি দেখিয়ে বলেন “এই ভদ্রলোক আমাদেরকে খুব টর্চার করেছে। তিনি আমার মোবাইলে তার ব্যাংক একাউন্ট নাম্বার টাইপ করে আমার রিলেটিভকে পাঠিয়েছে। ব্যাংক একাউন্ট নাম্বারের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার ছবি আমরা পেয়েছি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, মামলাটি রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে মূল ঘটনার জানার জন্য নির্দেশ দিয়েছি। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply