• July 25, 2024

পলাশপুর জোন সদরে বিজিবি দিবস ২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

 পলাশপুর জোন সদরে বিজিবি দিবস ২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:  গুইমারা সেক্টরের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি’র উদ্যােগে বিজিবি দিবস ২০২২ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ পিএসসি।

২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবির ক্রীড়াঙ্গন মাঠে বিজিবি দিবস ২০২২ উপলক্ষে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোন অধিনায়ক লে:কর্ণেল সোহেল আহমেদ পিএসসি’র মিসেজ তাসনিয়া সুলতানা।

পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন স্বস্ত্রীক, সুবেদার মেজর মোঃ নুরুল ইসলাম এবং প্রধান সহকারী মোঃ আইয়ুব আলী সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আমন্ত্রিত শিল্পীগোষ্ঠী কতৃক, সংগীত, কৌতুক, কবিতা, নৃত্য পরিবেশন করা হয়।

এছাড়াও ৪০ বিজিবি’র নিজস্ব শিল্পীগন বিভিন্ন গান ও কৌতুক পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ পিএসসি অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post