খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
৯ জুলাই বুধবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে পানছড়ি উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে ১ নং লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল হোসেনের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে স্ব স্ব ইউনিটকে একসঙ্গে কাজ করে, তরুনদের প্রথম ভোট ধানের শীষে পক্ষে আনতে সকলের সহযোগীতা কামনা করেন।