• December 12, 2024

পানছড়ি কলেজে ভুল বোঝা-বুঝির অবসানের লক্ষ্যে সমন্বয় সভা

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার নামে নানা প্রকার অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কোন প্রকার সত্যতা পায়নি কতৃপক্ষ।

যার কারণে প্রতিষ্টারটির কর্মরত শিক্ষকগন ভুল বুঝতে পেরে অধ্যক্ষের নিকট ক্ষমা ও দুঃখ প্রকাশ করে প্রতিষ্টারটির কর্মরত শিক্ষকগন কাজে যোগ দিবেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালের দিকে প্রতিষ্টানটির অধ্যক্ষ, কর্মরত অধ্যাপক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সম্মনয়ে কলেজে এ সম্মন্বয় হয়।

কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, শিক্ষকগন তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। আমি প্রতিষ্টানটির প্রধান মানে অবিবাভক। উনারা ভুল করতেই পারে কিন্তু বড় হিসাবে ক্ষমা করা আমার দায়িত্ব।

প্রসঙ্গত, গত ২৪শে মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে নানা প্রকার দূনীতির অভিযোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অধ্যাপক সত্যজিত চৌধুরীর নেতৃত্বে কলেজের কর্মরত শিক্ষকগন। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post