• December 11, 2024

পার্বত্য উপদেষ্টার মহালছড়ির মনাটেক গ্রাম সফর 

 পার্বত্য উপদেষ্টার মহালছড়ির মনাটেক গ্রাম সফর 

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

মহালছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেরার  মনাটেক গ্রাম সফর করেছেন,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ  উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (সোমবার) মহালছড়ি মনাটেক যাদুগানালা মৎস্যচাষ সমবায় সমিতির মিলনায়তনে সমিতির  সভাপতি  রত্ন উজ্জ্বল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সফরসঙ্গী হিসেবে  ছিলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মীনি নন্দিতা খীসা,  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা,  প্রাক্তন ডিএফপিও চন্দ্র কুমার চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত) সুমন চন্দ্র রায়, মুবাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি খীসা প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের স্বার্থ চিন্তা করে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হতে হবে। তবে  শিক্ষিতরা বেকার বসে  না থেকে সকলকে কর্মসংস্থান সৃষ্টি করার আহবান জানান। আলোচনা শেষে মনাটেক মৎস্য সমিতির  মৎস্য বাঁধ  ও মনাটেক মনানন্দ বনবিহার পরিদর্শন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post