মাটিরাঙ্গায় পুলিশ পরিদর্শক অস্র ও ইয়াবাসহ আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মোঃ ইকরাম হোসেন (৩৮ পিবিআই ৭৬৯৪০৪৬৬৬৪-চট্টগ্রাম নামে এক পুলিশ পর্রিদশককে আটক করেছেন এলাকাবাসী।
জানা গেছে, ১৯ আগস্ট রাত ১১ টার দিকে রসুল পুর এলাকার ইসমত আরা (২৮) এর বাড়ি থেকে এলাকাবাসীর সহযোগীতায় আটক করা হয় তাকে। পরে এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে মাটিরাঙ্গা থানা ও মাটিরাঙ্গা জোনের সদস্যরা সহ ঘটনা স্থলে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গিয়ে ঐ পুলিশ কর্তকর্তাকে তল্লাশি চালিয়ে-১টি নাইন এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ৮৬ পিস ইয়াবা জব্দ করা হয় তার বহনকৃত ব্যাগ থেকে। তল্লাসী কালে তার কাছ থেকে কোনো আইডি কার্ড বা পরিচয় পত্র পাওয়া যায়নি। বর্তমানে তিনি মাটিরাঙ্গা থানা হেফাজতে আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, তিনি যেখানে বর্তমানে কর্মরত আছেন সেই জেলা পুলিশের উর্ধবতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য আটককৃত পুলিশ পরিদর্শকের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় পাইক পাড়া আনস ভাংগা গ্রামে।