ফটিকছড়িতে ডাক্তার করোনায় আক্রান্ত
ফটিকছড়ি প্রতিনিধি; আব্দুল বাসেত হাসান (৩৫) নামের ফটিকছড়ির এক ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা পরীক্ষায় তার পজেটিভ এসেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী।
জানা যায়, আক্রান্ত চিকিৎসকের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়ায়। তবে তিনি চাকরি সুবাধে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে বসবাস করতেন।