ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, ঘটনা রহস্যজনক

ফটিকছড়ি  প্রতিনিধি: মঙ্গলবার সকালে ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুহানী বাজারের পশ্চিম পাশের বিলের মাঝে হাটু গেড়ে বসা অবস্থায় একটি গাছের সাথে গলায়

দাঁতমারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানির মামলা
ফটিকছড়িতে বজ্রপাতে ২ মহিলা শ্রমিক নিহত, আহত ২
নৌকার পক্ষে প্রচারনায় সনি, ইরান

ফটিকছড়ি  প্রতিনিধি: মঙ্গলবার সকালে ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুহানী বাজারের পশ্চিম পাশের বিলের মাঝে হাটু গেড়ে বসা অবস্থায় একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলের মাঝে গাছের সাথে ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় মিলেনি।