ইউনিয়ন ডিজিটাল সেন্টার’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খাগড়াছড়িতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বুুধবার দিবসটি পালন উপলক্ষে খাগড়াছড়ি জেল প্রেসক্লাবের সম্মলেন কক্ষে জেলা উদ্যোক্তা সম্মেলন ও অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস অনলাইন জুম মিটিং এর মাধ্যমে যুক্ত হয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর শুরু হয় উপস্থিত অতিথি উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা। ইউনিয়ন উদ্যোক্তা ফোরামের খাগড়াড়ি জেলা সভাপতি তাপস ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বুড়য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আযম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মো: মোবারক হোসেন, খাগড়াছড়ি আইসিটি জেলা প্রোগ্রামার সলিল চাকমা প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন উদ্যোক্তা ফোরামের খাগড়াড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্য্যোক্তা মো: বেল্লাল হোসেন।

বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার বিনির্মাণে গ্রাম পর্যায়ে দারিদ্র মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে ইউনিয়ন উদ্যোক্তাদের ভূমিকা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।

উক্ত সভায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ৩৮ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৪৫জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post