ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জসনে জুলুছ
ফটিকছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন উপলক্ষে ফটিকছড়িতে এক জসনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মাওলানা গাজী শফিউল আলম আলকাদেরী(মাঃ জিঃ আঃ)’র আহবানে আজ ৮ ডিসেম্বর ফটিকছড়ির পশ্চিম হাইদচকিয়া গাউসিয়া কাদেরীয়া তৈয়বীয়া সুন্নীয়া মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুছের মোটর র্যালীটি বের হয়।
জুলুসটি মাদ্রাসা সংলগ্ন ময়দান-হারুয়ালছড়ি হয়ে কাজিরহাট-পাইন্দং বৃন্দাবন হাট-পেলা গাজী হয়ে ফটিকছড়ি বিবিরহাট-নাজিরহাট মেডিকেল হয়ে বাজার, ঝংকার মোড় হয়ে ফরহাদাবাদ-জব্বরহাট-সফিনগর তাহেরীয়া সাবেরীয়া সুন্নীয়া মাদ্রাসা হয়ে পশ্চিম ধলই রোড-কাটিরহাট হয়ে মাইজভান্ডার দরবার শরীফ হয়ে বিনাজুরী-শাহনগর-লেলাং-ফটিকছড়ি উপজেলা-বিবিরহাট হয়ে খাগড়াবাড়ি রোড হয়ে আমতল-বৃন্দাবন হাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা ময়দানে মিলিত হয়। মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয় জসনে জুলুছের সমাপ্তি হয়।