• April 19, 2025

ফটিকছড়ির শিবির ক্যাডার কামাল গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে দুর্র্ধষ শিবির ক্যাডার কামালকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ আগস্ট সোমবার দুপুরে ফটিকছড়ি পৌরসর্ভার ৬নং ওয়ার্ডের খুরইশ্যের বাড়ী থেকে ফটিকছড়ি থানার এস আই মোহাম্মদ ইব্রাহীম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী কামাল শিবিরের ক্যাডার ভিত্তিক রাজনীতির সাথে সক্রিয় ছিলো। সাধারণ মানুষের আতঙ্ক ছিলো কামাল। এ অঞ্চলে  নানা অপরাধমূলক কর্মকান্ডের নেতৃত্বে ছিলো সে। শিবিরের ক্যাডার ভিত্তিক রাজনীতির পতন ঘটলে কামাল দেশের বাইরে পালিয়ে যায়। সম্প্রতি দেশে এসে গ্রামের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার এসআই মোহাম্মদ ইব্রাহীম বলেন, লেলাংয়ের আলোচিত কালাম মেম্বার হত্যাকান্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামী শিবিরের ক্যাডার কামাল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post