• February 18, 2025

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মৃত্যুতে শোক প্রকাশ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজনীতিবীদ মজিবুল হক চৌধুরী শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। চট্টগ্রামের একটি হাসপাতালে অসুস্থতা জনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে মাইজভাণ্ডার দরবার শরীফের মইনীয়া মন্জিলের সাজ্জাদানশীন শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.) গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এক শোক বার্তায় বলেন, মরহুম মজিবুল হক চৌধুরী ফটিকছড়ির উন্নয়ন ও স্থানীয় রাজনীতিতে ব্যাপক অবদান রেখেছেন। তিনি ছিলেন গণ কল্যাণকামী স্পষ্টভাষী বিচক্ষণ রাজনীতিবীদ। তার মৃত্যুতে ফটিকছড়িবাসী জনদরদী একজন অভিভাবককে হারিয়েছে।

যার কারণে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post