ফটিকছড়ি ছাত্র সেনার বর্ধিত সভা
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বর্ধিত সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রামের বৃহত্তর জনতা সূফিবাদি ও আউলিয়ে কেরামের অনুসারী। এ বৃহৎ জনশক্তিকে অগ্রাহ্য করে আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না। তাই সূফিবাদি জনতার রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রামে নির্বাচনে মূল ফ্যাক্টর। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীদের মোমবাতি প্রতীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার বিকাল ৩টা থেকে ফটিকছড়ি বিবিরহাট সদর মনিরা কমিউনিটি সেন্টারে ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা উত্তরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ জুনায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ, মূখ্য আলোচক ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জি.এম শাহাদত হোসাইন মানিক। ছাত্রসেনা ফটিকছড়ি উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুল হক ও ফটিকছড়ি দক্ষিণের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ খোবাইব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহজাদা নিজামুল করিম সুজন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাবেদ হোসাইন,সহ-সাংগাঠনিক সম্পাদক মুহাম্মমদ দিদারুল আলম কাদেরী, সহ-সাংগাঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম,ছাত্রকল্যাণ সম্পাদক হুসাইন মুহাম্মাদ এরশাদ, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ আলী আকবর, ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উত্তরের সভাপতি জননেতা মঈনুল আলম চৌঃ, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ সরওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান,সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর মুহাম্মাদ জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক কে এম আজাদ রানা,সহ-সাংগাঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ শাহাদাত হোসাইন, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাহেদ ইবনে দিদার,সদস্য মুহাম্মাদ মনির উদ্দীন।