বিদায় হে ছাত্রদল খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস

খাগড়াছড়ি প্রতিনিধি: “বিদায় বলো, তবে চোখ রাখো পেছনে,
কারণ পদচিহ্ন বলে দেয় কে কোথা থেকে এসেছিল।”
– এই কবিতার চরণ যেন বাস্তব রূপ নিয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জাহেদুল আলম এর আবেগঘন ফেসবুক পোস্টে।
ছাত্রদলের নবনির্বাচিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জাহেদুল আলম।। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বার্তায় উঠে এসেছে কৃতজ্ঞতা, দায়িত্ববোধ ও ভবিষ্যতের প্রতি আশাবাদের স্পষ্ট প্রতিচ্ছবি।
তিনি লিখেছেন, “আশা করি আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রিয় লিডার খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ভাইয়ের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ।”
২০১৮ সালের ৫ জুন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্ব পালনের কথা স্মরণ করে তিনি বলেন, “একবারের জন্যেও হাল ছাড়িনি। পিছপা হয়নি। রাজপথ থেকে কারাগার—সব মোকাবেলা করেছি ওয়াদুদ ভাইয়ের নেতৃত্বে।”
নিজের দায়িত্বকালকে তিনি ক্ষমতা নয়, বরং দায়িত্ব হিসেবে দেখেছেন বলে জানান। “পদকে কখনো ক্ষমতা মনে করিনি, দায়িত্ব মনে করে রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক সকল দায়িত্ব পালন করেছি,” লেখেন তিনি।
বিদায় বার্তায় তিনি আরও বলেন, “সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সকল সফলতা আমাদের কমিটির সকল নেতৃবৃন্দ এবং আওতাধীন সকল ইউনিটের নেতা-কর্মীদের। তবে সকল সীমাবদ্ধতার দায় আমি নিচ্ছি, একজন সাধারণ সম্পাদক হিসেবে।”
পোস্টের শেষাংশে কবিতার আরেকটি আবেগঘন চরণ যেন তার অন্তরের অনুভূতি তুলে ধরে—
“আমি বিদায় বলি না, শুধু সরে যাই,যাতে তোমরা এগিয়ে যেতে পারো নিজস্ব পথের দিকে।”
শেষে তিনি বলেন, “বিদায় হে ছাত্রদল। সবার আগে বাংলাদেশ।”
তার এ বার্তায় সহযোদ্ধা ও কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে আবেগময় এক বিদায় মুহূর্ত। অনেকেই মন্তব্য করে তাকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নেতৃত্ব প্রত্যাশা করে।