ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা
মো.আকতার হোসেন: আগামী ১৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড পালন উপলক্ষে খাগড়াছড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভা থেকে জানানো হয়, এবারে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভার ৯৯১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭০১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী ৮৪ হাজার ৯২০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সারোয়ার মাহবুব জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য ক্ষতিকর নয়। খালি পেটে ক্যাপসুলটি খাওয়ার পর বাচ্চাদের বমি ভাব হতে পারে এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই।
খাগড়াছড়ি সাস্থ্য বিভাগ ও এনএনএস মহাখালী ঢাকার উদ্যোগে সভায় অন্যান্যের মাঝে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মেজবাহ ও সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মেমং মারমা উপস্থিত ছিলেন। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কর কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মো. শাহ্-আলম জানান, এই ক্যাম্পেইনে ১ হাজার ৯৮০ জন স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করবেন।