মহান ১০ মাঘ মাইজভাণ্ডার ওরশ শরীফের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: ১৬ই ডিসেম্বর,রবিবার বা’দ এশা আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ও ওরশ শরীফ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এঁর মহান ১১৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় ছদারত করেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
ওরশ শরীফের কার্যবিবরণী পাঠ করেন আলহাজ্ব কাজী জানে আলম বাবুল ও নাজমুল হাসান মাহমুদ শিমুল। ওরশ শরীফের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন আলহাজ্ব মফিজুল আলম,কফিল ভাণ্ডারী,মাষ্টার নুরুল আবছার,সৈয়দ মামুনুল ইসলাম,আহমদ গণী চৌধুরী বাবুল,লালন ওসমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ,মোঃ মহসিন,খাদেম আশরাফ,গোলাম মওলা,আলি আহম্মদ,নুরুল কবির মাসুদ,আলী আকবর,মহসিন খাঁনসহ মাইজভাণ্ডার শরিফের পাঁচ পাড়ার সমাজ প্রতিনিধি,বিভিন্ন সংগঠনের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ।