মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৩০জুন সোমবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত মহালছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য ফরম বিতরণ ও নবায়নের কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর সাত্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, খাগড়াছড়ি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ সহ মহালছড়ি উপজেলা বিএনপির ।
মহালছড়িতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ , বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন, “তৃণমূল বিএনপি হচ্ছে আন্দোলনের মূল চালিকাশক্তি। আমাদের নতুন সদস্য বাড়াতে হবে। কারণ, ২০ বছর অনেক মানুষ ভোট দিতে পারেননি, যাঁদের ভোট দেওয়ার বয়স হয়েছে। সদস্য না করলে তাঁরা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ রাখতে হবে, আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামি যাতে বিএনপিতে ঢুকতে না পারে।’
তিনি আরও বলেন, “প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি (কর্মসংস্থান বিষয়ক) ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।