মহালছড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি নামক এলাকায় চৈত্র সংক্রান্তি বৈসাবি উৎসব উদযাপন এর প্রথম (চাকমা ভাষায় ফুল বিঝু) দিনের সকাল ৮টার দিকে ফুল ভাসাতে গিয়ে পানিতে পড়ে ৩য় শ্রেণি পড়ূয়া মুক্ত চাকমা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি লেমুছড়ি গ্রামের নোবেল চাকমার ছেলে।
স্থানীয় কালায়ন চাকমা জানান, ১২ এপ্রিল রবিবার ফুল বিজুর দিনের সকালে স্থানীয় শিশু কিশোরেরা দল বেঁধে প্রতিবছরের মতো পাশর্^বর্তী এক ডোবাতে ফুল ভাসাতে গেলে কারোর অজান্তে মুক্ত চাকমা পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। পরে অনেক খোঁজাখুজির পর কোথাও না পেয়ে গ্রামে জানাজানি হলে স্থানীয়রা ঘন্টা দেড়েক চেষ্টা চালিয়ে পাশর্^বর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাকমাদের ফুল বিজু দিনে ফুল ভাসাতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনাটা ঘটে যাওয়ার অনেক পরে আমাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজাই মারমা জানিয়েছেন। এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ কিংবা কেউ কোন মামলা করেনি। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।