• February 19, 2025

মহালছড়িতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৯ অক্টোবর সোমবার দুপুর আড়াই টায় মনাটেক লেকে খেলতে গিয়ে রানজুনি চাকমা (৬) ও বৃষ্টি চাকমা (১০) নামের দুই  শিশুর মৃত্যু হয়। মৃত দুই শিশু একই গ্রামের মৃত সুরেশ চাকমা ও কাজল চাকমার কণ্যা শিশু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে মনাটেক লেকে খেলতে গিয়ে দুই শিশু লেকের  গভীর পানিতে তলিয়ে যায়।  শিশু দুটির বান্ধবী তুলনা চাকমার মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুর মৃত্য নিশ্চিত করেন।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post