Homeস্লাইড নিউজশিরোনাম

মহালছড়িতে বিদ্যুতপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ডিশ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাইপাড়া গ্রামের এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ

করোনায় আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু খাগড়াছড়িতে
দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও কন্ফারেন্সে উদ্বোধন হলো বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু
কংজরী চৌধুরীর সাথে গুইমারা প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাত

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ডিশ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাইপাড়া গ্রামের এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ লিকা মারমা রা¤্রাচাই মারমার স্ত্রী।

২৬ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কাপ্তাই গ্রামে এ ঘটনা ঘটে। লিকা মারমা’র অকাল মৃত্যুতে কাপ্তাই পাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই লিকা মারমা’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা দেখতে ভীড় জমান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লিকা মারমা সকালে তাঁর বাড়িতে টেলিভিশন দেখতে টিভি’র পিছনে ডিশ লাইনের কট লাগাতে গিয়ে তখন বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় কোন কিছু বোঝার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির বলেন, ঘটনা লোকমূখে শুনেছি তবে কেউ এ ঘটনা সম্পর্কে জানায়নি। ঘটনাস্থল জেনেই  আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।