• September 20, 2024

মহালছড়িতে বিদ্যুতপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ডিশ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাইপাড়া গ্রামের এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ লিকা মারমা রা¤্রাচাই মারমার স্ত্রী।

২৬ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কাপ্তাই গ্রামে এ ঘটনা ঘটে। লিকা মারমা’র অকাল মৃত্যুতে কাপ্তাই পাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই লিকা মারমা’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা দেখতে ভীড় জমান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লিকা মারমা সকালে তাঁর বাড়িতে টেলিভিশন দেখতে টিভি’র পিছনে ডিশ লাইনের কট লাগাতে গিয়ে তখন বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় কোন কিছু বোঝার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির বলেন, ঘটনা লোকমূখে শুনেছি তবে কেউ এ ঘটনা সম্পর্কে জানায়নি। ঘটনাস্থল জেনেই  আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post