মহালছড়িতে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: মহালছড়িতে পাথর বোঝাই ট্রাক বেইলী ব্রিজের পাটাতন ভেঙে চেঙ্গী নদীতে পড়ে গেলে মো: মোমিনুল হক নামে এক শ্রমিক নিখোঁজ হন। শনিবার সকাল ১০টার সময় মহালছড়ির মুবাছড়ি যাওয়ার পথে ফিসারি ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা চেঙ্গী নদীতে তল্লাশি চালিয়ে অন্তত ৫ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়।
মহালছড়ি থানার ওসি নূরে আলম জানান, পাথর বোঝাই ট্রাকটি মুবাছড়ি এলাকায় যাচ্ছিল। ফিসারি ঘাট এলাকার বেইলী ব্রীজ পার হওয়ার সময় পাটাতন ভেঙ্গে গিয়ে চেঙ্গী নদীতে পড়ে যায়। এসময় চালকসহ ট্রাকে ৫ জন লোক ছিল। ৪ জন তীরে ফিরতে পারলেও একজন ৫ ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে অন্তত ৫ ঘন্টা পর উদ্ধার করেছে।
আমাদের মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা জানান, লাশটি বিকাল ৪টায় উদ্ধার করতে সক্ষম হন। ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক পানিতে পরে গেলে মো: মোমিনুল হক পাথরের নিচে পরে মারা যায়। সে মাইসছড়ি ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ঐ ওয়ার্ডের চকিদার ছিলেন বলে সূত্রে জানা গেছে।
ঘটনার পর খাগড়াছড়ি জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন ঊমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।