মহালছড়িতে যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্

বাবুছড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
দীঘিনালায় নবজাতকের লাশ উদ্ধার
মহালছড়িতে চেয়ারম্যান পদে নৌকা ২, স্বতন্ত্র ১ প্রার্থী জয়ী, স্থগিত ১

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দীপন ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ জসিম উদ্দিন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান। এছাড়াও মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।