• January 24, 2025

মুবাছড়ি ইউপিতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন ৩ নারী প্রার্থী

 মুবাছড়ি ইউপিতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন ৩ নারী প্রার্থী

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহালছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন ৩ মহিলা প্রার্থী। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মহিলা প্রার্থীরা হলেন, ১ নং সংরক্ষিত আসনে (১,২ ও ৩ নং ওয়ার্ড) শ্যাংথুইমা মারমা, ২ নং সংরক্ষিত আসনে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) কামনা চাকমা, ৩ নং সংরক্ষিত আসনে (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সুষমা দেবী চাকমা।

মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সুসমিকা চাকমা জানান, মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা ৩টি আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। গত ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ১ জন প্রার্থী তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের বিপরীতে দ্বিতীয় কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ৩ জন প্রার্থীকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনের জন্য ভোট গ্রহনের আর কোন সুযোগ থাকলো না।

মুবাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬ শত ৯৭ জন। পুরুষ ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৬২ জন ও মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৩৫ জন। ভোটগ্রহন হবে ২৮ নভেম্বর।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post