Homeস্লাইড নিউজশিরোনাম

মাটিরাঙ্গায় অবৈধ ভাবে ইট ভাটা: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এভাবেই বিভিন্ন ইট ভাটায় চলছে অবৈধ কাঠপোড়ানোর মহোৎসব। প্রতিনিয়ত প্রশাসনের নাকের ডগায় বনজ সম্পদ উজাড় করে ইট

‘করোনা ভাইরাস’ প্রতিরোধে জনসচেতনতায় মানিকছড়িতে প্রচারণা
চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড উন্নয়নকে ব্যহত করে- কুজেন্দ্রলাল ত্রিপুরা, এম.পি
গুইমারায় আনোয়ার হত্যা মামলার পলাতক আসামী আটক

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এভাবেই বিভিন্ন ইট ভাটায় চলছে অবৈধ কাঠপোড়ানোর মহোৎসব। প্রতিনিয়ত প্রশাসনের নাকের ডগায় বনজ সম্পদ উজাড় করে ইট ভাটায় হাজার হাজার মন কাঠ পোড়ানো হলেও তা যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে প্রশাসনে। বুধবার দুপুরে উপজেলা সদরের জনবসতিপুণ এলাকা আদর্শ গ্রামে অবস্থিত জসিম উদ্দিন মজুমদার এর ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে গাছ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী বিএম মশিউর রহমান। এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: বায়েছ আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সাংবাদিকদের মাধ্যমে অবৈধ ইট ভাটা বন্ধে পরিবেশ আইন রক্ষাকারীদের দৃষ্টি আর্কষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।