• June 16, 2025

মানিকছড়িতে অস্ত্রসহ আটক ১

 মানিকছড়িতে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টটার প্রতিনিধি:-

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধীনস্থ মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলার জামতলা ওয়াকছড়ি এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের প্রধান সন্ত্রাসী এবং চাঁদাবাজ পাইমং মারমাকে আটক করেছে।

আটককৃত সন্ত্রাসীর নিকট হতে ১টি ম্যানুয়ালি লোডেড পিস্তল (মিয়ানমারের তৈরি),  ৭.৬২ মি:মি: ক্যালিবারের ০৬ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের অবৈধ রশিদ, ভারতীয় রুপি সহ জব্দ করা হয়। সন্ত্রাসীরা উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল।

আটককৃত পাইমং মারমা(২৪) জামতলার ওয়াকছড়ি বাসিন্দা থোইয়াংপ্রু মারমা ছেলে।

এই বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাইয়েন কাদির বলেন সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনী পূর্বেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে এসেছে।ভবিষ্যতে ও এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল জানান, সন্ত্রাসী পাইমং মারমার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply