মানিকছড়িতে নবাগত ইউএনও’র সাথে রোভার স্কাউট ও গার্লস গাইডের সৌজন্য সাক্ষাত

 মানিকছড়িতে নবাগত ইউএনও’র সাথে রোভার স্কাউট ও গার্লস গাইডের সৌজন্য সাক্ষাত

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার সাথে সৌজন্য স্বাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মানিকছড়ি মংরাজ বাড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ ও গার্লস গাইড সদস্যরা। বৃহস্পতিবার সকালে মংরাজ বাড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ ও গার্লস গাইডের স্বেচ্ছাসেবীরা ফুলেল শুভেচ্ছা নিয়ে নবাগত কর্মকর্তার সকাশে দেখা করেন।

এ সময় রেডক্রিসেন্টের আজীবন সদস্য ও সাংবাদিক আবদুল মান্নান, মংরাজ বাড়ি মুক্ত রোভার গ্রুপের সহ-সভাপতি ও পল্লী চিকিৎসক অমর কান্তি দত্ত, রোভার স্কাউটের আরএসএল থোয়াইঅংপ্রু মারমা, সহকারী সিনিয়র রোভার মেট বিপুল ত্রিপুরা, সিনিয়র রোভার মেট সৈকত হোসেন, সিনিয়র গার্লিং রোভার নেউক্রা দেওয়ান, গার্লিং রোভার অদিতি বড়ুয়া, আনুচিং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post