• June 16, 2025

মানিকছড়িতে ‘লাউদাতো সি’ সপ্তাহ উপলক্ষে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা

 মানিকছড়িতে ‘লাউদাতো সি’ সপ্তাহ উপলক্ষে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা

 মানিকছড়ি প্রতিনিধি: “ধরিত্রীর জন্য আশা জাগানো” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক ‘লাউদাতো সি’ সপ্তাহ। এই উপলক্ষে সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি- ২ প্রকল্পের উদ্যোগে উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, সমাজ সেবা কর্মকর্তা আবদুর রাশেদ, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, সাংবাদিক মো. রবিউল হোসেন ও স্থানীয় হেডম্যান সাচিং চৌধুরী।

সভায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে প্রচুর পরিমানে গাছ রোপণ, যত্ন ও অন্যকেও অনুপ্রাণিত করার আহবান জানান বক্তারা।

আলোচনা শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন ও শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply