মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: "মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার" এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'সে
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা ও মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা কমিটির সহসভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খাগড়াছড়ি মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আতিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর কান্তি দত্ত, সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সহ সাংগঠনিক সম্পাদক মিতালী মারমা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. রবিউল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন, ডা. মহিউদ্দিন, মো. মনির হোসেন প্রমূখ