মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ

এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িসহ বিভিন্ন উপজেলায় মানববন্ধন
লক্ষ্মীছড়িতে ‘খাদ্যের নিরাপদতা শীর্ষক’ সেমিনার
মানিকছড়িতে সনাতন ছাত্রযুব পরিষদ এর উদ্যেগে বই বিতরন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৫ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ উপজেলার চেংগুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় এ জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় অবৈধ বালু ও পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

COMMENTS