• November 11, 2024

মানিকছড়িতে আরও ৬ জনের দেহে ‘করোনা’ শনাক্ত

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়িতে গত ২৪ ঘন্টায় তিন পুলিশ সদস্যসহ আরও ৬ জনের দেহে ‘করোনা’ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২২জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২২ জুন সোমবার সকালে প্রাপ্ত রির্পোট অনুযায়ী মানিকছড়িতে নতুন করে ৬জনের দেহে ‘করোনা’ সনাক্ত হয়। এদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য, ২জন মুসলিমপাড়া ও ১জন বড়ডলু’র পল্লী চিকিৎসক। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হলো ২২জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বলেন, নতুন করে আক্রান্ত ৬জনের মধ্যে ৩ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও অপর ৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলায় এ পর্যন্ত ২২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, অনেকে ‘করোনা’ পরীক্ষার নমুনা দিয়ে হাঁট-বাজার ও জনসমাগমে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করায় জনপদে ‘করোনা’ বৃদ্ধির আশংকা বাড়ছে। এ ব্যাপারে প্রত্যেকে নিজ উদ্যোগে সচেতন হতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post