• December 12, 2024

মানিকছড়ির যোগ্যছোলায় ওপেন হাইজডে’র সভা

আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১০ কি:মি: দুরে প্রাতান্ত অঞ্চল গ্রামে আজ ৬ র্মাচ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ওপেন হাইজডে কমিনিটি সভা অনুষ্টিত হয়।

এতে মানিকছড়ি থানার অফিসার ইনর্চাজ ওসি আব্দুর রশিদ প্রধান অতিথি হিসারে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা কিমিনিটি পুলিশিং সভাপতি আ: রাজ্জাক। যোগ্যছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, মাষ্টার আব্দুল মান্নান। ওসি তদন্ত এসআই মাসুদ, ইউপি মেম্বার, সংরক্ষিত ইউপি মহিলা সদস্যও স্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্টানে ওসি আ: রশিদ কলেন মাদকের বিরুদ্ধের সরকার জিরুটলার ঘোষনা করেছেন ।

মানিকছড়ি থানা পুলিশ মাদক সেবন ও ব্যবসাবীদের বিরুদ্ধে সবসময় জিরু টলার ঘোষনা করে আসছে। আপনারা স্থানীয়রা আমাদের সহযোগীতা কববেন আমরা যেন অভিযানে সফল হতে পারি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post