• December 11, 2024

মানিকছড়িতে শিশু ধর্ষনকারি আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির মুসলিমপাড়া এলাকায় গতকাল রবিবার রাত ৯টায় ৫বছরের শিশু কে র্ধষন করেন দুই সন্তানের জনক মো: মোস্তাফিজ(২৪) তাকে স্থানীয়রা ও পুলিশ আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, পাশেরঘরে শিশুটি প্রাইভেট পড়ে বাড়ীতে আসার পথে ধর্ষক শিশুটিকে লোভ দিখিয়ে পাশের শসানের নিরবস্থানে নিয়ে যায় । পরে জোর করে র্ধষন করে শিশুটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে আটক করে পুলিশ ঘটনার স্থলে আসার আগে ধর্ষক পালিয়ে যায়। পরে ধর্ষকের নিজ ঘর হইতে খাটের নিজ থেকে পুলিশ তাকে আটক করে।

মানিকছড়ি থানা অফিসার ইনর্চাজ(ওসি) আব্দুর রশিদ বলেন র্ধষকের নিজ শিকার উক্তিতে শিশুটির মা বাদী হয়ে র্ধষকের বিরুদ্ধে মানকিছড়ি থানায় নারী শিশু ধর্ষন মামলা রুজু করেন। মানিকছড়ি মামলা নং-০২,তারিখ-২১/০১/১৯ইং।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post